শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেছেন সে দেশের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই জরুরি অবস্থা জারির ঘোষণা দিলেন তিনি।
বিবিসি জানিয়েছে, শ্রীলঙ্কার একটি প্রদেশে কারফিউও জারি করা হয়েছে।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।
জরুরি অবস্থা ও কারফিউ ঘোষণার পরও শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় দখল করে উল্লাস করছে। সেনাদের বাধা ও টিয়ারগ্যাস উপেক্ষা করে তারা স্থানীয় সময় বুধবার বিকেলের দিকে কার্যালয়টিতে ঢুকে পড়ে।
তবে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে তাৎক্ষণিক বিপদের মধ্যে নেই বলে জানা গেছে। বিক্ষোভকারীরা বিক্রমাসিংহের নিজের বাড়ি পুড়িয়ে দেওয়ার পর থেকে তিনি গত কয়েক দিন আত্মগোপনে ছিলেন।
আপনার মন্তব্য লিখুন