মার্কিন নিষেধাজ্ঞা বানচাল করতে বিশ্বের বিভিন্ন দেশ ইরানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বলে দাবি করেছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। প্রেসটিভি
তিনি বলেছেন, ইরান বিশেষ প্রক্রিয়ায় আমেরিকার নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়েছে। এই কাজে তার দেশ এতটা সাফল্য অর্জন করেছে যে, নিষেধাজ্ঞার শিকার অন্যান্য দেশও এখন ইরানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়।
রবিবার তেহরানে আন্তর্জাতিক তেল, গ্যাস, পরিশোধন ও পেট্রোকেমিক্যাল প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমেরিকার একমাত্র হাতিয়ার নিষেধাজ্ঞা। আর ইরানের জ্বালানি বিশেষজ্ঞরা জর্জ ডব্লিউ বুশ-যুগের ‘স্মার্ট নিষেধাজ্ঞার’ বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা ঠেকানোর শিল্প’কে বারাক ওবামার ‘পঙ্গু নিষেধাজ্ঞা’ মোকাবেলার ‘প্রযুক্তিতে’ পরিণত করেছে এবং তারপর সেই আলোকে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার সর্বোচ্চ চাপকেও মোকাবেলা করেছে।
আলী বাকেরি কানির মতে, ইরানের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের নিষেধাজ্ঞা বানচালের সক্ষমতা শুধুমাত্র নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের জন্যই তেহরানের কূটনৈতিক দক্ষতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেনি, বরং নিষ্ঠুর নিষেধাজ্ঞার মুখে দেশটির প্রতিরোধ ক্ষমতাকেও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।
আপনার মন্তব্য লিখুন