সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন আমরা সবাই পরিবার সমাজের নানা অসঙ্গতি এবং সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে। সুন্দর, সাবলীল এবং বৈষম্য মুক্ত সমাজ গঠনের স্বপ্ন এবং আমরাই গড়বো উজ্জ্বল আগামী মূলমন্ত্র নিয়ে মূলত এ সামাজিক সংগঠনটির পথচলা।
এরই ধারাবাহিকতায় ৩মে চাঁদ রাতে পথ শিশুদের মাঝে ঈদের পোশাক ও ঈদ সালামি বিতরণ করা হয় যেখানে অসংখ পথ শিশু অংশগ্রহন করেন।
View this post on Instagram
পথ শিশুদের মাঝে ঈদের পোশাক ও সালামি বিতরণ ইভেন্ট কার্যক্রমটিতে স্পন্সর হিসাবে সহযোগিতা করেন জনাব জাহিদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ওএমআরডিএম সিস্টেম, ঢাকা।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা এইচ এম বায়েজিদ বোস্তামী এছাড়া এতে উপস্থিত ছিলেন সংগঠনটির ভলান্টিয়ার টিম আর ইভেন্টি পরিচালনা করেন আমরা সবাই আইটি কমিউনিকেশন ইঞ্জিনিয়ার রানা আহমেদ।
আপনার মন্তব্য লিখুন