কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ তুলেছে। হোয়াইট হাউস বলছে, রাশিয়া ইউক্রেনে ব্যবহারের জন্য ইরানের কাছ থেকে শত শত ড্রোন পেয়েছে। এ ছাড়া মস্কো নিজেদের দেশেই ইরানের সরঞ্জামাদি দিয়ে ড্রোন তৈরি করছে।
গতকাল হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এই তথ্য জানিয়েছেন। হোয়াইট হাউসের এই মুখপাত্র ইরান-রাশিয়ার সম্পর্কোন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জেরুজালেম পোস্টের খবর অনুসারে, নতুন প্রাপ্ত ডিক্লাসিফাইড তথ্যের আলোকে জন কিরবি জানিয়েছেন, ইরানের ড্রোন কাস্পিয়ান সাগর দিয়ে পরিবহন করে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। তারপর সেটা ইউক্রেনে ব্যবহার করেছে মস্কো।
এ ছাড়া রাশিয়া ইরানের সরবরাহ করা সরঞ্জামাদি দিয়ে তাদের আলাবুরগা বিশেষ অর্থনৈতিক জোনে ড্রোন তৈরি করছে। সেই ড্রোন আগামী বছরের শুরুতে ব্যবহার করতে পারে রাশিয়া। কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ তুলেছে।
আপনার মন্তব্য লিখুন