আগামীতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো এককভাবে কিংবা জোটবদ্ধ হয়ে ভোটে লড়তে চাইলে সংশ্লিষ্ট দলগুলোর প্রার্থীদের জনপ্রিয়তা প্রমাণের জন্য নিজ দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।
এই বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ- ১৯৭২ (আরপিও) সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যের জনপ্রিয় প্রতীক নিয়ে জনসমর্থনহীন দলের সংসদে যাওয়ার পথ বন্ধ করতে ইসি এ সিদ্ধান্ত নিয়েছে। আরপিও সংশোধনের খসড়া প্রস্তাবনার নথি পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।