‘সবুজ পৃথিবী চাই, গাছ লাগাতে হবে তাই’ স্লোগানকে প্রতিপাদ্য রেখে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় বিপ্লবী ছাত্র পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ ২৯ জুন,রবিবার বেলা ১১ টায় এ কর্মসূচির উদ্বোধন করেন মাদ্রাসা-ই -আলিয়ার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোঃ আশরাফুল কবির, হেড মাওলানা প্রফেসর মোঃ মুঞ্জুরুর রহমান, হল প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহ।
বিপ্লবী ছাত্র পরিষদ, ঢাকা আলিয়া শাখা আহবায়ক রাকিব মণ্ডলের সভাপতিত্বে ও মো: জিনাত হোসেনের সঞ্চালনায় এ কর্মসূচি পালিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ,এছাড়া আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ,কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান ও বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরিফুল ইসলাম।
উদ্বোধকের বক্তব্যে মোহাম্মদ ওবায়দুল হক বলেন, “বিপ্লবী ছাত্র পরিষদের এই উদ্যোগ নিঃসন্দেহে পরিবেশের জন্য উপকারী ও সময় উপযোগী।সবুজায়নের ফলে প্রকৃতি প্রাণ ফিরে পায়,এছাড়া ফল গাছ রোপণের ফলে সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যায়। ঢাকা আলিয়া প্রশাসনের পক্ষ থেকে আমি এ উদ্যোগ গ্রহণের জন্য বিপ্লবী ছাত্র পরিষদকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন,মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি ছাত্র রাজনীতি করতে হবে দেশের কল্যাণে।”
বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক প্রধান অতিথির বক্তব্যে বলেন, “সরকারি-মাদ্রাসা-ই আলিয়া একটি প্রাচীন প্রতিষ্ঠান যা দেশ গড়ার খেদমতে নিয়োজিত। বিপ্লবী ছাত্র পরিষদ পরিবেশ রক্ষায় সকল ক্যাম্পাসে সবুজায়নের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন,মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীদের কল্যাণে বিপ্লবী ছাত্র পরিষদ সবসময় পাশে থাকবে,ইতিবাচক ছাত্র রাজনীতির ধারা ফিরিয়ে আনতে বিপ্লবী ছাত্র পরিষদ বদ্ধ পরিকর।” এছাড়া তিনি শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ক্যারিয়ার প্রোগ্রামসহ আরও প্রয়োজনীয় ইনিশিয়েটিভ নেওয়ার জন্য বিপ্লবী ছাত্র পরিষদ, মাদ্রাসা-ই-আলিয়ার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বৃক্ষরোপণ শেষে মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা আলিয়া শাখার নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বিপ্লবী ছাত্র পরিষদের প্রতি শিক্ষার্থীদের প্রত্যাশার বিষয়ে জানতে চান এবং শিক্ষার্থীদের জন্য পাঠচক্র,কুইজ ক্লাবসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করার ঘোষণা দেন কেন্দ্রীয় ও শাখা নেতৃবৃন্দ।
এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর আহম্মদ, যুগ্ম আহ্বায়ক সালমান ফারসী; আল মাহমুদ, কাজী হাসিব; সিনিয়র সহকারী সদস্য সচিব শরীফ খান; সহকারী সদস্য সচিব আবদুর রহমান; রুকুনুজ্জামান, আব্দুল্লাহ আল সোহাগ; সদস্য রিয়াজ; মোঃ ইব্রাহিম; ইকবাল হোসাইন, মোঃ নুর উদ্দিন সিয়াম, জান্নাতুন নাইম, রেদোয়ান মাহি প্রমুখ।